নিউজ ডেস্ক ::রাজ্য সরকারের উদ্যোগে বেশ কয়েক বছর ধরেই পুরাস্কৃত হচ্ছে বিভিন্ন পুজো কমিটি। নাম দেওয়া হয়েছে ‘বিশ্ববাংলা শারদ সম্মান।’ পুজোর বিভিন্ন দিক বিচার করেই বিচারকেরা এই পুরস্কার ঘোষণা করেন। মূলত সেরার সেরা ,সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সাবেকি পুজো, সেরা পরিবেশবান্ধব, সেরা ভাবনা, বিশেষ পুরস্কার ও সেরা থিম সং এই ক্যাটেগরিগুলিতে বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ দক্ষিণ দমদম বরানগর বিধান নগর হাওড়া কর্পোরেশনের অধীনে একগুচ্ছ পুজো কমিটিকে দেওয়া হল বিশ্ব বাংলা শারদ সম্মান। এই নিয়ে কিছু ক্ষোভ আছে কিছু দূরবর্তী পুজো কমিটির।
এ বছর সেরার সেরা পুজোর তালিকায় স্থান পেয়েছে ৩২টি পুজো। শীর্ষে রয়েছে ত্রিধারা অকালবোধন। দ্বিতীয় স্থানে টালা প্রত্যয় ও তৃতীয় স্থানে করেছে সুরুচি সংঘ। এছাড়াও একগুচ্ছ পুজো কমিটি ভূষিত হয়েছে এই বিশেষ পুরস্কারে। সেরা সাবেকি পুজোর খেতাব পেয়েছে বাগবাজার সার্বজনীন। একডালিয়া এভারগ্রীন পেয়েছে দ্বিতীয় স্থান। তৃতীয় স্থানে আছে সিংহী পার্কের পুজো। সেরা মণ্ডপের শিরোপা পেয়েছে কালীঘাট মিলন সংঘ। চতুর্থ স্থানে দমদম পার্ক তরুণ সংঘ পূজা কমিটি। সেরা প্রতিমা মহম্মদ আলি পার্ক। সব মিলিয়ে ৩২টি পুজো কমিটির মধ্যে প্রবল আনন্দের জোয়ার।