সল্টলেকের একে ব্লকের পুজো কমিটির এবারের থিম – ‘বারিবিন্দু’

নিউজ ডেস্ক ::‘বারি’ অর্থ জল। মূল বার্তা জলের অপচয় বন্ধ করা, জল সংরক্ষণ ও বিশুদ্ধ জলের সন্ধান। থিমের রূপায়ণে রয়েছে বিখ্যাত শিল্পী ভবতোষ সুতার। পুজোর থিমে একদিকে যেমন রয়েছে অভিনবত্বের ছোঁয়া, তেমনই আরেকদিকে রয়েছে পরিবেশ ভাবনার অসামান্য প্রতিফলন। জলের শব্দ দিয়েই এবার পুজোর বিশেষ বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছে সল্টলেক একে ব্লকের পুজো। শিল্পী ভবতোষ সুতারের ভাবনায় জলের ফোঁটার শব্দ দিয়ে তৈরি করা হয়েছে ঢাকের শব্দ। ঢাকের শব্দের সঙ্গে সাধারণত জলের শব্দের মিল কল্পনা করা যায় না। কিন্তু শিল্পী তথা সাউন্ড ইঞ্জিনিয়ার বিপ্লব রায়ের প্রচেষ্টায় সেই দুঃসাধ্যও সাধন হয়েছে। এমন অভিনব ভাবনায় মুগ্ধ দর্শকেরা। ভিড় উপচে পড়ছে।

স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে জলের শব্দের ঢাকের আওয়াজ করা কিভাবে সম্ভব হলো? শিল্পী বিপ্লব রায় সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকারে জানান সলিনয়েড ভালভ ও বিশেষ প্রযুক্তির কথা। বিভিন্ন আকারের ও ধরনের পাত্র একটি চৌকো ক্ষেত্রের মধ্যে বসানো রয়েছে‌। তার নিচে জালের মতো বিছানো রয়েছে শব্দ ধরে রাখার প্রযুক্তি। এর পর উপর থেকে একটি বিশেষ পাইপলাইনের মাধ্যমে জলের ফোঁটা এনে ফেলা হচ্ছে। একেক পাত্রে জলের ফোটার পড়ার সময় একেকরকম। পার্থক্য রয়েছে আওয়াজেও। আর সেইসব শব্দগুলির কোলাজ করেই তৈরি হচ্ছে ঢাকের শব্দ। সবটা মিলিয়ে একদম অভিনব উদ্যোগ ও ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *