নিউজ ডেস্ক ::সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণের দেবী দুর্গার ১০৮ রুপ তুলে ধরা হয়েছে।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের কেওড়া খালি ত্রিনয়নী পুজো কমিটির উদ্যোগে এ বছরের থিম থাকছে মায়ের ১০৮ টি রুপ । সুন্দরবনে এই প্রথম মায়ের ১০৮ টি রূপ তুলে ধরেছে ত্রিনয়নী পুজো কমিটি। মূলত প্রতি বছরই ভিন্ন রকমের থিম থাকে, এবছর বিশেষ আকর্ষণ মায়ের 108 টি রূপ। পুজো কমিটির সভাপতি সৌমেন নায়েক বলেন, আগের বছরের থিম ছিল মায়ের ৫১ পীঠের রূপ। এবছরে বিশেষ আকর্ষণ থাকছে মায়ের ১০৮টি রূপ । যেখানে দুর্গার সঙ্গে ঘোড়া, কুমির,কচ্ছপ সহ একাধিক সুন্দরবনের বন্যপ্রাণীদের ছবি তুলে ধরা হয়েছে। কেওড়া খালি সুন্দরবনের দুর্গার প্রতিচ্ছবি দেখতে দর্শনার্থীদের ঢল নেমেছে।