অগ্নিবীর ক্যাম্পে মৃত্যু সৈকত শিট এর! কফিনবন্দি দেহ ফিরল বাড়িতে

নিউজ ডেস্ক ::বিজয়াতেই বিসর্জন মায়ের সাথে ছেলের! ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত এলাকার যুবক অগ্নিবীর ক্যাম্পে গিয়ে আর ফিরল না মায়ের কোলে। মাত্র ২১ বছর বয়সেই প্রাণ গেল সুকজোড়া গ্রামের এক তরুণ যুবকের। দেশের আত্মরক্ষার কাজে অগ্নিবীর ক্যাম্পে যোগ দেয় সৈকত শিট। সমস্ত বাধা অতিক্রম করে ২০২৪ সালের এপ্রিল মাসে অগ্নিবীর ক্যাম্পে যোগদান করেন। ট্রেনিং ক্যাম্প ছিল হায়দরাবাদ। সে ও তার সহ কর্মীরা গত ১০ ই অক্টোবর নাসিকের আটারি স্টেশনে যায় ফায়ারিং অনুশীলনে। হঠাৎ দূর্ঘটনা বসত মৃত্যু হয় সৈকত ও তার এক জন সহ কর্মীর। একজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। শনিবার দুপুর নাগাদ ইন্ডিয়ান আর্মি কফিন বন্দী দেহ ঝাড়গ্রামের বিনপুর থানার সুখজোড়া গ্রামে নিয়ে আসে। শোকের ছায়া নেমে আসে গ্রাম জুড়ে। ছোটো বেলা থেকেই ইন্ডিয়ান আর্মি হবার স্বপ্ন দেখে ছিল সুকজোড়া গ্রামের ছেলেটি। অনেক পরিশ্রমের পর সুযোগে আসে এবং সে সমস্ত বাধা অতিক্রম করে যোগ দেন অগ্নিবীর ক্যাম্পে। হঠাৎ যেন অন্ধকার নেমে আসে পরিবারে। শোক স্তব্ধ গোটা গ্রাম, তাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে গোটা গ্রাম জুড়ে লাগানো হয় ভারতীয় পতাকা। ১০ অক্টোবর গুলি চালানো অভ্যাস করা সময় এই দূর্ঘটনা ঘটে। ছেলেটি অত্যন্ত দরিদ্র পরিবার এ জন্ম,ছিলনা মাথা গোজার কোন ঠাঁই।অক্লান্ত পরিশ্রম করে বাবাকে পাকা বাড়িতে রাখাই ছিল তার একমাত্র স্বপ্ন। গত ১০ তারিখ সেই স্বপ্ন একবারে ভেঙেচুরে শেষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *