নিউজ ডেস্ক ::শুক্রবার রাতে বড়সড়ো দুর্ঘটনার কবলে পড়ে মাইসুরু-দ্বারভাঙ্গা বাগমতী এক্সপ্রেস। তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার কাভারাইপ্পেত্তাই রেল স্টেশনের কাছে একটি মালগাড়ির পেছনে ধাক্কা মারে বাগমতী এক্সপ্রেস। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রাণহানির কোনও খবর নেই। ট্রেনটির ১২টি বগি লাইনচ্যুত হয়।
জানা গিয়েছে, দুর্ঘটনায় এক্সপ্রেস ট্রেনটির দুটি কামরায় আগুন ধরে যায়। আটকে পড়া যাত্রীদের শনিবার সকালে স্পেশ্যাল ট্রেনে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে।
গতকাল বিহারের দ্বারভাঙার দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাগমতী এক্সপ্রেস। কাভারাইপ্পেত্তাই স্টেশনে দাঁড়িয়েছিল একটি মালগাড়ি। বাগমতী এক্সপ্রেস গতিতে এসে মালগাড়িকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। জানা গিয়েছে, মেন লাইনের বদলে ট্রেনটি লুপ লাইনে ঢুকে পড়ে। দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে ১,৩০০-এর ওপর যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
তবে রেলের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত কামরাগুলির ৯৫ শতাংশ যাত্রীরাই নিরাপদে রয়েছেন। খোদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখেছেন। উপমুখ্যমন্ত্রী স্ট্যালিনপুত্র উদয়ানিধি স্ট্যালিন স্ট্যানলি মেডিকেল কলেজে গিয়ে আহত যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সুস্থ যাত্রীদের পরের ট্রেনে তোলার আগে পর্যন্ত জল, খাবার ও অন্যান্য পরিষেবা দেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। রেল সূত্রে খবর, পাইলট এবং লোকো পাইলট সুস্থ রয়েছেন। দুর্ঘটনার পূর্ণাঙ্গ এবং উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল।সাম্প্রতিক অতীতে বারবার রেল দুর্ঘটনা ঘটতে দেখা গিয়েছে। ফলে ট্রেনে যাতায়াতে সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।