নবমীতে বিষাদের ছায়া মেটলি মঙ্গলাবাড়িতে

নিউজ ডেস্ক ::এক মর্মান্তিক ঘটনায় বাক রুদ্ধ হয়ে গেছে উত্তরবঙ্গের মেটলি মঙ্গলাবাড়ি অঞ্চল। শুক্রবার রাতে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে মালবাজার মহকুমার মেটলি মঙ্গলাবাড়ি নতুন কলোনি পাড়ায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে একটা দলছুট হাতি খাবারের সন্ধানে গ্রামে ঢুকে পড়ে। সেই সময় রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল ছেলে বিনোদ বিশ্বকর্মাকে (৬) নিয়ে তার মা সুপ্রিয়া বিশ্বকর্মা। তাঁদের দেখে ছুটে আসে দাঁতাল। মুহূর্তে বিনোদকে শূন্যে তুলে আছাড় মারে। তাঁকে বাঁচাতে গিয়ে গুরতরভাবে জখম হন সুপ্রিয়া দেবীও। চারিদিক থেকে মানুষজন ছুটে আসে দ্রুত। চিৎকার আর হৈ-হুল্লোরে হাতিটি জঙ্গলে ঢুকে পরে।

এলাকার মানুষ তৎপরতার সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ছেলেটিকে আর বাঁচানো যায়নি। এদিকে ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে হাতির হামলায় পরপর দুজনের মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্নের মুখে বনকর্মীদের ভূমিকা। এদিকে খবর পেতেই এলাকায় যান পুলিশ ও বনকর্মীরা। কিন্তু, তাঁরা যেতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিও শুরু হয়ে যায়। চলে বিক্ষোভ। এরইমধ্যে ছেলেটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার মানুষের মন থেকে বিজয়া দশমীর আনন্দ চলে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *