নিউজ ডেস্ক ::৮০ বছর আগে জাপানের হিরোশিমা-নাগাসাকিতে যে ক্ষত তৈরী হয়েছিল, তা এখনও শুকায় নি। কিন্তু সেই পারমানবিক অস্ত্রের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম ও প্রচার করে চলেছে জাপানি সংস্থা নিহোন হিদানকিয়ো। আগামী দিনে যেন পারমাণবিক অস্ত্র যেন আর ব্যবহার না হয়, এই বার্তা দিতে কাজ করছে জাপানি সংস্থা নিহোন হিদানকিয়ো। তাদের এই প্রচেষ্টাকে এবার স্বীকৃতি দিল নোবেল কমিটি। ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়া হল জাপানি সংস্থার হাতে। উল্লেখ্য, এর আগেও তিনবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল এই জাপানি সংস্থার নাম। শুক্রবার শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করে নোবেল কমিটি। নিহোন হিদানকিয়োর নাম প্রকাশ করে নোবেল কমিটির তরফে বলা হয়, গত ৮০ বছরে বিশ্বের কোনও দ্বন্দ্বে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হয়নি। নিহোন হিদানকিয়ো এবং অন্যান্যদের চেষ্টার কারণেই পারমাণবিক অস্ত্রের ব্যবহার আটকে রাখা গিয়েছে।
তারা শুধুই পারমানবিক অস্ত্রের উপর নিষেধজ্ঞা জারি করে তাদের কাজ শেষ করে নি। লাগতার এর বিরুদ্ধে প্রচার করে গেছে। যুদ্ধরত দেশগুলো বারবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে, সেই সঙ্গে নিজেদের অস্ত্রভাণ্ডারও বাড়াচ্ছে। এহেন পরিস্থিতিতে জাপানি সংস্থার হাতে শান্তি পুরস্কার দিয়ে নোবেল কমিটির বার্তা, পারমাণবিক অস্ত্রের চেয়ে ভয়ংকর আর কিছু হয় না সেটা সকলের মনে রাখা উচিত। উল্লেখ্য, আগামী বছর হিরোশিমা-নাগাসাকিতে পরমাণু বোমাবর্ষণের ৮০ বছর পূর্তি। তার আগেই সম্মানিত হল এই দুই শহরকে নিয়ে কাজ করা সংগঠন নিহোন হিদানকিয়ো। সকলেই খুশি নোবেল কমিটির এই সিদ্ধান্তে।