ভারতীয় সংস্কৃতির স্মারক স্বরূপ বিভিন্ন দেশের প্রধানদের হাতে উপহার তুলে দিলেন নরেন্দ্র মোদী

নিউজ ডেস্ক ::এই মুহূর্তে দু’দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী ভিয়েতনাম। লাওসে বসেছে ২১তম আসিয়ান-ভারত সম্মেলন। সেখানে উপস্থিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সম্পর্ককে মজবুত করার জন্য মোদী আগেও বিশ্বের বিভিন্ন রাষ্ট্র প্রধানদের ভারতের নিজস্ব সৃষ্টিকে উপহার স্বরূপ হাতে তুলে দিয়েছিলেন। এবারও তার ব্যতিক্রম হলো না। অন্যান্য বহু দেশের রাষ্ট্রপ্রধানরাও যোগ দিয়েছেন এই সম্মেলনে। তাঁদের উপহার দিয়েছেন প্রানমন্ত্রী। যেগুলির সঙ্গে ভারতীয় সংস্কৃতি গভীরভাবে জড়িয়ে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে রুপোর তৈরি খোদাই করা একটি ময়ূরের মূর্তি উপহার দেন প্রধানমন্ত্রী মোদী। এই শিল্পকর্মটি পশ্চিমবঙ্গের। রাজকীয় এই ময়ূর মূর্তিটি ভারতীয় সংস্কৃতির পরিচায়ক। জাপানের প্রধানমন্ত্রীকে একটি রূপোর তৈরি ময়ূরের আকৃতির প্রদীপ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এতে মূল্যবান পাথর ঝালাই করা আছে। ৯২.৫% রুপো দিয়ে তৈরি প্রদীপটি মহারাষ্ট্রের কোলাপুরের কারুশিল্পের এক অনন্য নিদর্শন।
উপহার পেয়ে সকলেই খুবই খুশি।

তাছাড়াও লাওসের রাষ্ট্রপতিকে একটি 'সাদেলি' বাক্সে 'পাটোলা' স্কার্ফ উপহার দেন প্রধানমন্ত্রী মোদী। পাটোলা মানে রেশমী কাপড়। গুজরাটের সুরাটে, প্রায় এগারো শতকে এই কাপড় বোনা শুরু হয়েছিল। লাওসের রাষ্ট্রপতির স্ত্রীকেও আলাদাভাবে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি তাঁকে দিয়েছেন উটের হাড় দিয়ে তৈরি রাধা-কৃষ্ণর অবরয়ব খোদাই করা একটি বাক্স। এছাড়াও, প্রধানমন্ত্রী মোদী লাওসের প্রধানমন্ত্রীকে লাদাখের কারিগরদের তৈরি নকশা করা পাত্র এবং কারুকার্য করা একটি টেবিল উপহার দেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী মোদী উপহার দিয়েছেন কদম কাঠে খোদাই করা একটি বুদ্ধ মস্তক। বুদ্ধের মাথাটি বিভিন্ন রঙে রঙিন। এভাবেই ভারতী সংস্কৃতির ছাপ তিনি ছড়িয়ে দিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *