নিউজ ডেস্ক ::আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, সোমবার আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা থেকে বৃষ্টি বিদায় নিতে চলেছে। তারই মধ্যে আজ পশ্চিমবঙ্গের ১০টি জেলায় বৃষ্টি হবে। কয়েকদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও তারপর সামান্য বৃষ্টি বাড়বে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? এই বিষয়ে হাওয়া অফিসের বার্তা প্রকাশ পেয়েছে।
রবিবার সকালের বুলেটিনে হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলার (কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি ১০টি জেলায় (হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি হবে না। ওই ১০টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। যে পাঁচটি জেলায় বৃষ্টি হবে, সেখানে কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
অন্যদিকে, আজ উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না। কোনও জেলায় জারি করা হয়নি সতর্কতা। সব মিলিয়ে বাংলার পুজো বেশ ভালো কেটেছে।