নিউজ ডেস্ক ::৪/৫ দিন একটানা আনশনের পরে বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে পরেছেন। কিন্তু আন্দোলনের ধার যে বাড়ছে, তা বোঝা যায় রবিবার সকালে আনশন মঞ্চে ভিড় দেখে । অনুষ্টুপ মুখোপাধ্যায়, অনিকেত মাহাতো এবং অলোক বর্মা- অনশনের মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি আছেন তিন জুনিয়র ডাক্তাররা। দু’জন অনেকটা সুস্থ হলেও জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়ের সংকট এখনও পুরোপুরি কাটেনি। সূত্রের খবর, কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সিসিইউতে ভরতি রাখা হয়েছে অনুষ্টুপকে। তাঁর চিকিৎসকার জন্য আট সদস্যর মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। রক্তক্ষরণের জন্যই তাঁর পেটে ব্যথা হচ্ছিল বলে সূত্রের খবর। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অলোক বর্মাও হাসপাতালে ভরতি আছেন। তিনি সিসিইউতে আছেন।
তবে সব মিলিয়ে কিন্ত আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চলেছে তারা। কলকাতা এবং উত্তরবঙ্গ মিলিয়ে মোট আটজন আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। ধর্মতলায় অনশন করছেন স্নিগ্ধা হাজরা, তনয়া পাঁজা, পুলস্ত্য আচার্য, অর্ণব মুখোপাধ্যায়,সায়ন্তনী ঘোষ হাজরা, আলোলিকা ঘোড়়ুই এবং পরিচয় পণ্ডারা। জুনিয়র ডাক্তারদের দাবি, অনশনরত ডাক্তারদের শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলে দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীরা জানিয়েছেন, অনশনরত জুনিয়র ডাক্তারদের শুধুমাত্র জলপান করছেন। অন্য কোনও কিছু মুখে তুলছেন না। বারবার জল খাওয়ায় তাঁদের একাধিকবার শৌচাগার ব্যবহার করতে হচ্ছে। আর অনশনরতদের সমর্থনে আজ ‘অরন্ধন’ কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আজ কিঞ্জল বলেন, ‘১জন অসুস্থ হলে ১০ জন উঠে আসবে’।