নিউজ ডেস্ক ::পুজো শেষ। মানুষের মনে বিষাদ। দুই বাংলায় একই অবস্থা। আজ প্রায় সবাই প্রতিমা নিরঞ্জন করবেন। এই পরিস্থিতিতে শনিবার পূজা মণ্ডপ পরিদর্শনে এসে মহম্মদ ইউনুস বলেন, “সব সম্প্রদায়-নাগরিকের সমান অধিকারের মাধ্যমে দেশ গঠন করতে হবে। এমন সমাজ চাই না যেখানে সেনাবাহিনী-পুলিশ দিয়ে উৎসব উদযাপন করতে হবে।” এদিন রাজধানী ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে আসেন মহম্মদ ইউনুস। সেখানে তিনি বলেন, “বাংলাদেশ সমাজ ব্যবস্থায় যেকোনও উৎসব সবাই মিলে এবং সবার অংশগ্রহণে যেন নির্বিঘ্নে, আনন্দ সহকারে পালিত হয়, সেই চেষ্টাই করছে অন্তর্বর্তী সরকার।’ তিনি আরও বলেন, “আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে চাই, যে বাংলাদেশে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে।”
এবার এক নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছে ইউনুস সরকার। এবছর দুর্গাপুজো আয়োজনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন পুজো উদ্যোক্তারা। এ বছর বাংলাদেশে ৩১ হাজার ৪৬১টি মন্দির বা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানান, নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শেষ পাওয়া খবরে পুজো নির্বিঘ্নে কেটেছে। মহম্মদ ইউনুস সকলকে ধন্যবাদ জানিয়েছেন।