নিউজ ডেস্ক ::মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন দিক পরিবর্তন করেছে। এই মুহূর্তে হামাস-ইসরাইল নয়, যুদ্ধের অভিমুখ এখন ইরান-ইসরাইল। আর সকলেই জানে ইসরাইলের মাথায় আছে মার্কিনি আশীর্বাদ। আর সেই নিয়েই এবার হুমকি দিলো ইরান। ৪৫ বছর পরে সম্মুখ সমরে মুখোমুখি দুই দেশ ইরান ও ইজরায়েল। এই মহা-সংঘাত মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ংকর সংঘাত হয়ে উঠতে পারে বলে মত ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের। এই পরিস্থিতিতে মার্কিন-ঘনিষ্ঠ এবং আরব দেশগুলিকে হুঁশিয়ারি দিল তেহরান। পরিষ্কার জানিয়ে দিল ইরানের বিরুদ্ধে হামলায় ইজরায়েলকে কোনওরকম সাহায্য করলে তার ফল ভুগতে হবে! বিশ্বে আবার নতুন করে যুদ্ধের পরিবেশ তৈরী হয়েছে।
কূটনৈতিক মহলের ধারণা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাী, জর্ডন, কাতারের মতো দেশকেই মূলত এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই সব দেশেই মার্কিন সেনাঘাঁটি রয়েছে। গত ১ অক্টোবর হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুর বদলা নিতে ইজরায়েলে প্রায় ৪০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তাদের যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রীতিমতো হুঙ্কার দিয়ে জানান, ‘‘ইরানকে এই ভুলের ফল ভুগতে হবে।’’ জানা যাচ্ছে, এই অবস্থায় জ্বালানিসমৃদ্ধ দেশগুলির তরফে বাইডেন প্রশাসনের কাছে আর্জি জানানো হয়েছে, কোনওভাবেই তাদের যেন এই সংঘাতের মধ্যে না টানা হয়। তাদের মাটি কিংবা সেনা পরিকাঠামোকে ব্যবহার করে যেন তেহরানে হামলা চালানোর পরিকল্পনা থেকে বিরত থাকে আমেরিকা ও ইজরায়েল। তবে শেষ পর্যন্ত কি হবে তা সময় বলবে।