গারো পাহাড়ের পাদদেশে পুজো সম্পন্ন হলো বানভাসি জলের মধ্যে

নিউজ ডেস্ক ::বাংলাদেশের উত্তর অংশে, বিশেষ করে শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলাসহ বেশকিছু পুজোমণ্ডপ করতে হয়েছে পুরো জলের উপর। বন্যার জলে ডুবে আছে বাড়ি, মাঠ-ঘাট, স্কুল-কলেজ, কবরস্থান, শ্মশানঘাট। এর মধ্যে এল পুজো। বাংলাদেশে সর্বজনীন এই উৎসবে সবার সহযোগিতায় হয়েছে বেশ কিছু পুজোমণ্ডপ। চারদিক তলিয়ে আছে বন্যার জলে। এর মাঝে জলে দাঁড়িয়েই মা দুর্গার আরাধনা করছেন ভক্তরা। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলাসহ বেশকিছু পুজোমণ্ডপ করতে হয়েছে পুরো জলের উপর। তবুও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ডোমকোনা গ্রামের বর্মণবাড়ি সর্বজনীন দুর্গামন্দিরের মতো এমন দুর্দশার চিত্র এই কয়েকটি জেলার বিভিন্ন মণ্ডপে। বন্যার জলে ম্লান হয়েছে ময়মনসিংহ-সহ ওইসব অঞ্চলের দুর্গাপূজার আনন্দ। হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার অনেক জায়গায় বন্যার কারণে, এবার সরিয়ে নিতে হয়েছে পূজা মণ্ডপ। ভাটা পড়েছে উৎসব আনন্দে। তারই মধ্যে মানুষ বের হয়েছে পুজো মন্ডপে। সকলেই নিজেদের মত করে মেতেছেন উৎসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *