জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে রাজ্যের ২৪৭ জন বিজ্ঞানী

নিউজ ডেস্ক ::একেই জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে অনেক সিনিয়র চিকিৎসক গণইস্তফা দিয়েছেন। প্রতিবাদে উত্তাল হয়েছেন নাগরিক মহল। আর এবার রাজ্যের বিশিষ্ট ২৪৭ জন বিজ্ঞানী প্রতিবাদ জানিয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে। দেশ ও রাজ্যের স্বনামধন্য বিজ্ঞান প্রতিষ্ঠানে কর্মরত বিজ্ঞানীরা এই চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি নিয়েও মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সরব হয়েছেন বিজ্ঞানীরা। সরকারের জিরো টলারেন্স নীতি সত্ত্বেও দুর্নীতি নিয়ে অভিযোগ জানাতে মানুষ ভয় পাচ্ছেন। কারণ অভিযোগ জানানোর জন্য তৈরি এজেন্সির আধিকারিকেরাই দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন। স্বাভাবিক কারণেই গভীর সংকটে সরকার।

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি‌ জানিয়ে বিস্ফোরক অভিযোগ বিশিষ্ট বিজ্ঞানীদের। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির প্রেক্ষিতে বিজ্ঞানী পার্থ মজুমদার বলছেন, “সমাজের বিভিন্ন জায়গায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অভিযোগ জানাতে গেলে দেখা যাচ্ছে অভিযোগ নেওয়া হচ্ছে না। সমাজ একটা সামগ্রিক অবক্ষয়ের সামনে দাঁড়িয়ে। ডাক্তাররা যে দুর্নীতি মুক্ত সমাজের দাবি করছেন, আন্দোলন করছেন, এটা দরকার। সরকারের উপর চাপ রাখতেই হবে। অবক্ষয়ের হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে।” প্রসঙ্গত, ধর্মতলায় অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। পুজোর মধ্যেই ঝাঁঝ বেড়েছে আন্দোলনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *