নিউজ ডেস্ক ::দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র চলেছে জুনিয়র ডাক্তারদের আনশন আন্দোলন। অনিকেতের পরে এবার অসুস্থ হয়ে ccu তে ভর্তি হলেন উত্তরবঙ্গের আলোক কুমার ভর্মা। ১৪৭ ঘন্টা অতিক্রান্ত, এই পরিস্থিতিতে অনেকটাই শারিরীকভাবে অসুস্থ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের এক অনশনকারী জুনিয়র চিকিৎসক অলোক কুমার ভর্মা। মূলত, আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তি সহ ১০ দফা দাবিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই জুনিয়র চিকিৎসক অলক ও সৌভিক আমরণ অনশনে বসেন। কিন্তু সন্ধ্যায় যখন সকলেই দেবী বরনে ব্যস্ত তখন আলোক কুমার খুবই অসুস্থ হয়ে পারেন। আলোক ভার্মার লিভার এবং কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেছে। জানা গিয়েছে, তাঁর হার্ট-রেটও অনিয়মিত।�
আলোকের ইচ্ছে না থাকলেও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আলোক ভার্মার বাড়ি লখনউতে শনিবার তাঁর বাড়িতেই মাটিগাড়া থানার পুলিশ ফোন করেছিল বলে অভিযোগ। পুলিশ ফোন করে অনশন তুলতে চাপ দেয় বলে অভিযোগ। কলকাতায় অনশন মঞ্চে যেমন ৮ জন অনশনরত, তেমনই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশন করছেন দুই জুনিয়র ডাক্তার। তাঁদের কলকাতায় এসে একসঙ্গে অনশনে বসা অনুরোধ করেছিলেন কলকাতায় থাকা তাঁদের সহযোদ্ধারা। তবে তাঁরা উত্তবঙ্গেই তাঁদের প্রতিবাদ দেখাতে চেয়েছেন। আলোক ভার্মা জানিয়েছেন, ‘পুলিশ বারবার ফোন করে পরিবারের উপর চাপ সৃষ্টি করছে। শরীর খারাপ হয়ে যাবে, এই কথা বলে আমাদের বোঝাতে বলছে। অথচ ওরা (পুলিশ) জানেই না কী পরিস্থিতি, এখানে এসে দেখেও যায়নি। থানা থেকে ফোন করে আমার মা’কে বলা হয়েছে, ছেলের শরীর খুব খারাপ, আপনি জানেন না। শেষ পাওয়া খবরে আলোক এখন কিছুটা সুস্থ। তবে তারা আন্দোলন চালিয়ে যাবে।