নিউজ ডেস্ক ::দিন দুই বিরতি দেওয়ার পরে আবার মাঠে নেমে পড়েছেন কুনাল ঘোষ। প্রথম থেকেই তাঁর রাজনৈতিক দৃষ্টি থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলকে আক্রমন করেছেন। এবার ‘নাটক’ শব্দটি ব্যবহার করলেন। চিকিৎসকরা কেন সিবিআই-এর ওপর আস্থা রাখতে পারছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। এক্স মাধ্যমে চিকিৎসকদের কটাক্ষ করে তিনি লিখেছেন, “আবার নতুন নাটক জুনিয়র ডাক্তারদের একাংশের।” কুনাল ঘোষ ভুলে গেলেন, তারাই নারদা, সারদা সি বি আই তদন্ত নিয়ে সিবি আইকে বিজেপির বি-টিম বলতেও ছাড়েনা নি। সোমবার রাজভবন অভিযানের কথা ঘোষণা করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। তাঁদের সিবিআই-এর তদন্তে আস্থা নেই। আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় চার্জশিটে একজনের নাম উল্লেখ করেছে সিবিআই। তাতে চিকিৎসকরা মনে করছেন, তদন্ত ঠিক পথে এগোচ্ছে না। আর কুনাল ঘোষ এতেই জুনিয়র ডাক্তারদের উপর ক্ষুব্ধ।
জুনিয়র ডাক্তারেরা মনে করেন, CBI এর তদন্ত ঠিক পথে চলছে না। এই ইস্যুতেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চলেছেন তাঁরা।
চিকিৎসকরা কেন সিবিআই-এর ওপর আস্থা রাখতে পারছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। এক্স মাধ্যমে চিকিৎসকদের কটাক্ষ করে তিনি লিখেছেন, “আবার নতুন নাটক জুনিয়র ডাক্তারদের একাংশের।”