গোরুর সান্নিধ্যে থাকলে মানুষের ক্যানসার সেরে যাবে – মন্ত্রী বলেন

নিউজ ডেস্ক ::‘গোরুর দুধে সোনা থাকে’।- সেই পর্ব শেষ হতে না হতেই শিরোনামে চলে আসলেন উত্তর প্রদেশের এক মন্ত্রী। তিনি আরেকটু এগিয়ে বললেন, গোরুর ঘর নিয়মিত পরিষ্কার করলে ক্যান্সার সেরে যাবে। আর এই নিয়েই শুরু হয়েছে চূড়ান্ত রসিকতা। মন্ত্রী বলেন, ‘ক্যানসার রোগী যদি গোয়ালঘর পরিষ্কার করে সেখানে শুয়ে পড়েন তাহলে ক্যানসার সেরে যাবে।’

ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অনেকেই চিকিৎসা খরচ বহন করতে পারেন না। ফলে রোগীর মর্মান্তিক পরিণতি হয়। এই অবস্থায় ক্যানসার রোগ নিরাময় করার দাওয়াই বাতলে দিলেন যোগী রাজ্য উত্তর প্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা সঞ্জয় সিং গংওয়ার। কোনও খরচ ছড়ায় কীভাবে ক্যানসার রোগ নিরাময় করা যাবে সেই পরামর্শ দিয়েছেন তিনি। মন্ত্রীর কথায় গরু থেকে যা কিছু উৎপন্ন হয় তা কোনও না কোনওভাবে কাজে লাগে। এখানেই থেমে না থেকে গরু থেকে আরও বিভিন্ন রোগ নিরাময়ের বিষয়ে পরামর্শ দিয়েছেন মন্ত্রী। গরু থেকে কীভাবে উচ্চ রক্তচাপ কমানো যায় সেবিষয়েও মন্ত্রী পরামর্শ দিয়েছেন। মন্ত্রী বলেন, ‘যদি কোনও ব্যক্তি সকাল ও সন্ধ্যায় গরুর সেবা করলে উচ্চ রক্তচাপ নেমে যায়।’ একেই হয়তো বলে কুসংস্কার। আর কোনো মন্ত্রী যদি এমন কুসংস্কারের আচ্ছান্ন থাকেন, তাহলে সেই রাজ্যের উন্নয়ন কিভাবে সম্ভব? প্রশ্ন নাগরিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *