নিউজ ডেস্ক ::প্রতি বছর কিছু ওঠা নামা করলেও মোটের ওপর Ranking প্রায় কাছাকাছি থাকে। টাইমস হায়ার এডুকেশন Ranking-এ গোটা বিশ্বজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের Ranking করা হয়। মূলত আমেরিকার এই সাময়িকী উদ্যোগ বিশ্ববিদ্যালয়গুলির Ranking করা হয়। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি Ranking- সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের ২২টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। ভারতের সেরা বিশ্ববিদ্যালয়গুলের মধ্য়ে অন্যতম হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, আন্না বিশ্ববিদ্যালয়, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, সাভিথা ইনস্টিটিউট অফ মেডিক্যাল অ্যান্ড টেকনিকাল সায়েন্স, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে এই তালিকায়। কার্যত দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে ভারতেরও একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের মধ্য়ে প্রতিবেশী বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ও নেই। তবে ১০০০টির মধ্যে বাংলাদেশের ৫টি বিশ্ববিদ্যালয় রয়েছে। রিপোর্ট অনুযায়ী, কিউএস-এর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম ৫০০-টি প্রতিষ্ঠানের মধ্যে ভারতের মোট ১১টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। তার মধ্যে রয়েছে বাংলায় অবস্থিত আইআইটি খড়গপুরও। তালিকা অনুযায়ী, বিশ্বের ২৭১ এবং ভারতের প্রতিষ্ঠানগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে আইআইটি খড়গপুর। এছাড়া প্রথম ৫০০-তে রয়েছে কানপুর, গুয়াহাটি, রুরকি, ইন্দোরের আইআইটি। স্বাভাবিক কারণেই এতো ভারতীয় হিসাবে যথেষ্ট গর্বের। তবে এখনও আমেরিকা বা ইউরোপের তুলনার অনেক পিছিয়ে ভারত।
এবারের Ranking-এ একেবারে ওপরের দিকে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ও তৃতীয় স্থানে রয়েছে হাভার্ড বিশ্ববিদ্যালয়। পাকিস্তানের যে বিশ্ববিদ্যালয়গুলি এই তালিকায় জায়গা পেয়েছে তার মধ্যে অন্যতম হল কায়েদ ই আজম বিশ্ববিদ্যালয়, এয়ার ইউনিভার্সিটি, ন্যাশানাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহ একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সেরা ১০০০ এর তালিকায় বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় রয়েছে। তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে।