নিউজ ডেস্ক ::স্বামীর বয়স ৪০ এর বেশি। দুই ছেলে বাইরে মাছের ব্যবসা করে। কিন্তু স্বামী একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরী করেছে। কিন্তু স্বীকার করে না।এবার স্বামীকে হাতে-নাতে ধরতে স্ত্রী করলো অভিনব পদ্ধতি। স্বামীকে শায়েস্তার করতেই ফেসবুক অ্যাকাউন্ট খোলেন বিক্রমের স্ত্রী। মানে কাঁটা দিয়ে কাঁটা তোলার আর কী! স্বামীর অ্যাকাউন্টে পাঠান ফ্রেন্ড রিকোয়েস্ট। সেটা গ্রহণ করতেই ম্যাসেঞ্জারে চ্যাটিং শুরু। এক পর্যায়ে স্বামীকে প্রেমের প্রস্তাব দেন বধূ। স্বামীতো নতুন প্রমিকা পেয়ে একেবারে গদগদ অবস্থা। দেখা করার প্রস্তাব দেন বিক্রম। এদিকে স্ত্রী শুরু করেন ল্যাজে খেলানো। বিক্রম ভাবতেও পারেননি তাঁর সঙ্গে কী ঘটতে চলেছে। অবশেষে না দেখা প্রেমিকা’র ডাকে সাড়া দিয়ে ব্যাগপত্র গুছিয়ে গত বৃহস্পতিবার দুপুরে চলে আসেন ডোমকল বাসস্ট্যান্ডে। আসেন ফেসবুকের প্রেমিকাও। নির্ধারিত জায়গায়ে এসে প্রেমিক স্বামী দেখেন পিছন ফিরে যিনি বসে আছেন তিনি আর কেউ নন তাঁর স্ত্রী। স্বামীর প্রশ্ন, তুমি এখানে? ব্যাস, সবটাই সামনে চলে আসে। তারপরে যা হওয়ার তাই হয়েছে।
স্বামীর প্রশ্নের উত্তরে স্ত্রী বলে, “আমাকে ডেকে এনে আবার অন্য মহিলার আশা! দাঁড়াও মজা দেখাচ্ছি।” বলেই ধরে ফেলেন স্বামীকে। এদিকে এই পরিকল্পনার কথা আগেই ওই মহিলা তাঁর ভাইদের জানিয়েছিলেন। তাঁরা এসে জামাইবাবুকে বেধড়ক মারধর করেন। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এই কেলেঙ্কারি সামনে আসতেই খুবই সমস্যায় পারেন স্বামী বেচারা। পরে অবশ্য পুলিশের মধ্যস্থতায় ক্ষমা চেয়ে নেন স্বামী।