নিউজ ডেস্ক ::আনুষ্ঠানিকভাবে বৃষ্টি বিদায় নিয়েছে। তবুও ছড়িয়ে ছিটিয়ে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
আজ সকালে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যে বর্ষা বিদায়ের পর আপাতত শুষ্ক আবহাওয়ার শুরু। তবে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার সাময়িক বিরতি। দখিনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
আজ, মঙ্গলবার দুর্গা পুজোর কার্নিভালের দিন সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা এবং উপকূল সংলগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া।