নিউজ ডেস্ক ::প্রায় ১০ দিন হতে চললো জুনিয়র ডাক্তারদের আনশন আন্দোলন। একের পর এক চিকিৎসক অসুস্থ হয়ে পড়ছেন। উদ্বেগ বাড়ছে নাগরিক মহলের। এবার গুরুতর অসুস্থ অনশনকারী আরও এক জুনিয়র ডাক্তার। এবার হাসপাতালে ভর্তি করতে হল জুনিয়র ডাক্তার তনয়া পাঁজাকে। টানা ৯ দিন অনশন করার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। সোমবার বাথরুমে নিয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে সংজ্ঞা হারান। সঙ্গে সঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাঁকে। সিসিইউতে ভর্তি করা হয়েছে। তাঁর ব্লাড প্রেসার অনেক কম। কিটোন বডির মাত্রাও বেড়ে গিয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। গত ৫ অক্টোবর ধর্মতলায় যে ৬ জন প্রথম অনশন শুরু করেন, তার মধ্যে একজন তনয়া পাঁজা। পরদিন অর্থাৎ ৬ অক্টোবর তাঁদের সঙ্গে অনশনে যোগ দিয়েছিলেন আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। গত বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। শারীরিক অবস্থার খুবই অবনতি ঘটে।
তারপর একে একে আরও দুই জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায় এবং পুলস্ত্য আচার্য অসুস্থ হয়ে পড়েন। তাঁদেরও ভর্তি করতে হয় হাসপাতালে। এদিকে গত শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অনশনরত জুনিয়র ডাক্তার অলোক বর্মাও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিসিইউতে ভর্তি করা হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনশনে বসেছিলেন অলোক বর্মা। তাঁর সঙ্গে অনশনে বসেন আর এক জুনিয়র সৌভিক বন্দ্যোপাধ্যায়।এবার হাসপাতালে ভর্তি করতে হল তনয়া পাঁজাকে। এদিন দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি। তলপেটে ব্যথা হচ্ছিল। মাথা ঘুরছিল। শেষ পর্যন্ত জ্ঞান হারিয়ে মাটিতে পরে যান।