বালুরঘাটে পুজো কার্নিভালে অংশ নেওয়া পুজো কমিটির সংখ্যা কমেই চলেছে

নিউজ ডেস্ক ::সোমবার খুবই আড়ম্বারের সঙ্গে সম্পন্ন হলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পুজো কার্নিভাল। কিন্তু কার্নিভালে অংশ নেওয়া পুজো কমিটির সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে। ২০২২ সালে ২০টি,’২৩ সালে ১৫টি আর এ বছর অংশ নিয়েছে মাত্র ৭টি পুজো কমিটি। ফলে কিছুটা হলেও মুখ পুড়েছে সরকারের। গতবারের তুলনায় এবারে পুজোর সরকারি অনুদান বেশি দেওয়া হয়েছে। তার পরেও কেন কার্নিভালে পুজো উদ্যোক্তারা অংশগ্রহণ করলেন না তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন? যদিও পুজো উদ্যোক্তাদের দাবি কার্নিভাল করতে গেলে অতিরিক্ত খরচ হয় ৷ কিন্তু সেই টাকা সরকার বা প্রশাসন দেয় না। যার ফলে সব দিক থেকেই সমস্যা হয় পুজো উদ্যোক্তাদের ৷ আর্থিক সমস্যা একটা বড়ো সমস্যা এতে কোনো সন্দেহ নেই।

বালুরঘাট বিএম হাই স্কুল থেকে এই কার্নিভাল শুরু হয়েছে। যা শেষ হচ্ছে বালুরঘাট ব্রিজ কালি পর্যন্ত। তবে মূল মঞ্চটি করা হয়েছে বালুরঘাট সার্কিট হাউস সংলগ্ন এলাকায়। যেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিনের কার্নিভাল মাত্র ৭ টি ক্লাব অংশগ্রহণ করেছে। যার মধ্যে বেশির ভাগই বালুরঘাট পুরসভা এলাকার। তবে অন্যবারের তুলনায় এবারে পুজো উদ্যোক্তাদের সংখ্যা কম কার্নিভালে। তবে সমস্ত অনুষ্ঠানটি খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *