নিউজ ডেস্ক ::বহু প্রতীক্ষিত আর জি কর মামলা বেলা ২টোর সময় শুরু হয়। মামলা শুনছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ। তদন্ত এখন কোন পর্যায়ে রয়েছে, রাজ্যে চিকিৎসা পরিষেবা কেমন চলছে। এই সমস্ত প্রশ্নই এ দিনের শুনানি ফের ওঠার সম্ভাবনা।
শুনানির শুরুতেই প্রধান বিচারপতি প্রশ্ন করেন টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে। তাঁর প্রশ্ন, “টাস্ক ফোর্সের ভূমিকা কী?” সলিসিটর জেনারেল জানান, এ ব্যাপারে হলফনামা জমা পড়েছে। সেটি পড়ার পর CJI-এর প্রশ্ন, “৯ সেপ্টেম্বর শেষবার টাস্ক ফোর্স গঠিত হয়েছিল। তারপর আর বৈঠক করেনি?” সলিসিটর জেনারেল জানান যে, আর কোনও বৈঠক হয়নি। পাল্টা প্রধান বিচারপতি জানতে চান আর বৈঠক কেন হল না? ধৃত সিভিক ভলান্টিয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ধারায় চার্জশিট জমা দিল সিবিআই। ধর্ষণ-খুন, আর্থিক অনিয়মের বিরুদ্ধে তদন্ত চলবে বলে সিবিআই জানায়। প্রধান বিচারপতি বলেন, ধর্ষণ খুনের ঘটনায় অন্যান্যদের ভূমিকাও তদন্ত সাপেক্ষ।
শুনানির শুরুতেই প্রধান বিচারপতি জানতে চান অগ্রগতি কেমন? এরপর তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে রিপোর্ট জমা দেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। জানা যাচ্ছে, >সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ছবি প্রকাশ্যে আনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি।
> ৪ নভেম্বর শিয়ালদহ আদালতে সিবিআই-এর চার্জ গঠনের শুনানি।
> তিলোত্তমার ছবি সরাতে নোডাল অফিসারকে নিয়োগ কেন্দ্রের। সুপ্রিম কোর্টে জানালেন এজি তুষার মেহেতার।
> পরবর্তী স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে ৩ সপ্তাহের মধ্যে।