নিউজ ডেস্ক ::এখন পর্যন্ত তিলোত্তমা ধর্ষণ ও হত্যা কাণ্ডে CBI একমাত্র সঞ্জয়কেই দোষে বলে চিহ্নিত করেছে। অন্য কেউ যুক্ত আছে কিনা তা এখনও CBI প্রমাণ দিতে পারে নি। তারা এই বিষয়ে আরও সময় চাইছে। তবে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে CBI ১০টি প্রমাণ পেশ করেছে আদালতে।
১) সিসি টিভি ফুটেজ।
২) DNA টেস্ট রিপোর্ট।
৩) মোবাইল টাওয়ার লোকেশন।
৪) সঞ্জয়ের পোশাকে রক্তের দাগ।
৫) ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সঞ্জয়ের চুল।
৬) সঞ্জয়ের ছেঁড়া ব্লুটুথ।
৭) সঞ্জয়ের শরীরে মেলা ক্ষত।
৮) বীর্য ও লালারস সঞ্জয়ের।
৯) মৃতার অন্তবাসে সঞ্জয়ের চিহ্ন।
১o) সঞ্জয়ের প্রাথমিক স্বীকারোক্তি।