সোমবার শ্রীরামপুরের অনুষ্ঠিত হল দুর্গা পুজো কার্নিভাল – সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাই একশো

নিউজ ডেস্ক ::বাংলার পুজো কার্নিভাল আন্তর্জাতিক হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পরে একদম নতুন উদ্যোগে জেলায় জেলায় শুরু হয়েছে পুজো কার্নিভাল। সোমবার শ্রীরামপুরে অনুষ্ঠিত পুজো কার্নিভালে একদম নিজস্ব মেজাজে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবছর দুর্গা পুজো কার্নিভাল অনুষ্ঠিত হয় শ্রীরামপুরে। আর ধুনুচি হাতে কার্নিভালে যোগ দিয়ে পুজো উদ্যোক্তাদের উৎসাহিত করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। যদিও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জুনিয়র ডাক্তারদের আনশন নিয়ে তীব্র ব্যঙ্গ করে বলেন, 'কিসের আনশন? এখন তো আনশন হয়েছে হাসপাতালে ভর্তি হওয়া পর্যন্ত।'

সোমবারের সেই সেই কার্নিভালে জেলার ১৭ টি দুর্গা পুজো বারোয়ারী অংশ নেয়। কার্নিভালে অংশগ্রহণ করে শ্রীরামপুর, উত্তপাড়া, কোন্নগর, রিষড়া, ডানকুনি ও বৈদ্যবাটি পুরসভা এলাকার দুর্গা পুজো অংশ নেয়। শ্রীরামপুর জগন্নাথ মন্দিরের স্নান পিড়ি মাঠ থেকে জিটি রোড ধরে রথের রুট দিয়ে প্রায় দুই কিমি রাস্তা অতিক্রম করে বটতলা পর্যন্ত কার্নিভালের রুট নির্ধারন করা হয়। হুগলি জেলা প্রশাসনের আধিকারিক ও জন প্রতিনিধিদের উপস্থিতিতে সাড়ম্বরে অনুষ্ঠিত হয় দুর্গাপুজো কার্নিভাল ২০২৪। উপস্থিত ছিলেন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মিতালী বাগ সহ বহু সরকারি আধিকারিক ও তৃণমূল নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *