অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন

নিউজ ডেস্ক ::অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন। সফরের প্রথম পর্যায়ে মেক্সিকোয় আগামীকাল থেকে ২০ তারিখ পর্যন্ত একাধিক কর্মসূচীতে যোগ দেবেন তিনি। গুয়াদালাজারায় উপস্থিত বৃহৎ ভারতীয় আইটি কোম্পানী সহ প্রযুক্তি ক্ষেত্রে আন্তর্জাতিক নেতৃবৃন্দের গোল টেবিল বৈঠকে তিনি পৌরোহিত্য করবেন। মেক্সিকোর অর্থমন্ত্রী রোগেলিও রামিরেজ দে লা ও-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। কথা বলবেন সংসদীয় সহযোগিতা নিয়ে বিভিন্ন সদস্যদের সঙ্গে। ২০ তারিখ তিনি যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে আন্তর্জাতিক অর্থভান্ডার, বিশ্বব্যাঙ্ক, চতুর্থ জি টোয়েন্টি অর্থমন্ত্রীদের গোষ্ঠী এবং কেন্দ্রীয় ব্যাঙ্ক গভর্নরদের বার্ষিক বৈঠকে যোগ দেবেন শ্রীমতি সীতারমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *