নিউজ ডেস্ক ::বিদায় নিয়েছে বর্ষা। তাই বলে বৃষ্টি পুরোপুরি এখনই বন্ধ হচ্ছে না। মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।
আজ সকালের বুলেটিয়ে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সকলে থেকেই দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ। দেশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। দক্ষিণ ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিলেও উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব বিস্তার করেছে। রাজ্যে বর্ষা বিদায়ের পর আপাতত শুষ্ক আবহাওয়ার শুরু। তবে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ায় সাময়িক বিরতি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। দখিনা বাতাসের প্রভাবে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েক ঘণ্টায় মোট ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং নদিয়া জেলার কিছু অংশে ৷
অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরে বৃষ্টি হলেও তা ক্ষণস্থায়ী।