নিউজ ডেস্ক ::পুজো কার্নিভাল শেষ হতে না হতেই চলে আসলো লক্ষ্মীপুজো। বাঙালির ঘরে ঘরে সম্পদের দেবি লক্ষ্মী পূজিত হবেন ভক্তির সঙ্গে। ভারতীয় ধর্মশাস্ত্র বলছে, লক্ষ্মী পুজোর দিন থেকে নিয়ম করে এই মন্ত্রগুলি জপ করুন, জীবনের সমস্ত দুঃখ কষ্ট ঘুঁচে যাবে। লক্ষ্মীপুজোর সময় যে-কোনও মন্ত্রই পাঠ করুন না কেন, অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে। লক্ষ্মীর পাঁচালি বিবাহিত মহিলারা পাঠ করলে ঘরে সুখ-শান্তি, ধন-সম্পদ আসে। জ্যোতিষ মতে, যদি ঋণ থেকে মুক্তি চান, তাহলে লক্ষ্মী পুজোর দিন থেকে এই মন্ত্রটি জপ করা শুরু করে দিন। প্রত্যেকদিন, বিশেষ করে শুক্রবার ১০৮ বার এই মন্ত্র জপ করতে হবে–
‘ওম হৃীং শ্রী ক্রীং ক্লীং শ্রী লক্ষ্মী কুবেরায় মম গৃহে ধন পূরয়ে পূরয়ে নমঃ।’
ভারতীয় পুরান মনে করে, লক্ষ্মী দেবী বীজ মন্ত্র পাঠ করলে অর্থ লাভের পথের সমস্ত বাধা দূর হয়। তবে পদ্মবীজের মালায় পাঠ করা উচিত। মন্ত্র–
‘ওম শ্রীং হৃীং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হৃীং শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ।’ লক্ষ্মীর আসনের সামনে বসে, সমস্ত বিশ্ব থেকে নিজের মনকে একদম বিচ্ছন্ন করে মন্ত্রপাঠ করুন। আপনি অবশ্যই লক্ষ্মীর কৃপা পাবেন।