নিউজ ডেস্ক ::এক বৃহৎ সাফল্য অর্জনের লক্ষ্যে ভারতীয় রেলওয়ে ১০ হাজার লোকোমোটিভে স্বদেশী স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা কবচ ৪.০ স্থাপন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি সফল পরীক্ষার পর, পশ্চিম মধ্য রেলওয়ের কোটা ও সাওয়াই মাধোপুরের মধ্যে ১০৮ কিলোমিটার দৈর্ঘ্যের সেকশনে কবচ ৪.০-এর বাস্তবায়ন করা হয়েছে। এই কৃতিত্ব অর্জনের পর, ভারতীয় রেলওয়ে এখন তার নেটওয়ার্কে সমস্ত নতুন প্রকল্পে মিশন মোডে কবচ ৪.০ স্থাপন করবে। এছাড়াও যে লোকোমোটিভে কবচের লোয়ার ভার্সন স্থাপন করা হয়েছিল, সেগুলিকেও উন্নত কবচ ৪.০ দিয়ে পরিবর্তিত করা হবে বলে রেল সূত্রের খবর। মালদা টাউন থেকে ডিব্রুগড় পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ১ হাজার নয়শো ৬৬ রুট কিলোমিটার দৈঘ্য এই কবচ স্থাপনের জন্য চিহ্নিত করা হয়েছে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর। গত ১৫ এপ্রিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ট্রেনে কবচ বাস্তবায়নের জন্য ভারতীয় রেলওয়ের দ্বারা গৃহীত উদ্যোগের প্রশংসা করা হয়। বিগত সময়ে, ট্রেন দুর্ঘটনা হ্রাস করার জন্য ভারতীয় রেলওয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করে এসেছে। কবচ ৪.০ চালু করার মাধ্যমে ভারতীয় রেলওয়ে যাত্রীদের জন্য রেল ভ্রমণকে আরও সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই পদক্ষেপটি রেলওয়ে নেটওয়ার্ককে শক্তিশালী করতে এবং দেশজুড়ে রেল নেটওয়ার্কে সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করার এক বৃহৎ পরিকল্পনার অংশ।
![](https://pratidin24x7.in/wp-content/uploads/2024/10/IMG-20241016-WA0012.jpg)