এবার সংগঠনে জোর দিতে চলেছে তৃণমূল!

নিউজ ডেস্ক ::পুজো মিটতেই এবার সংগঠনে জোর দিতে চলেছে তৃণমূল। আরজি কর আবহে কোনঠাসা শাসক দলের কাছে অ্যাসিড টেস্ট আসন্ন ৬ বিধানসভার উপনির্বাচন। আর সেই সূত্রেই বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে সংগঠনে ঝাঁকুনি দিতে চলেছে শাসক দল। আগামিকাল থেকে রাজ্য জুড়ে বিজয়া সম্মিলনী শুরু করছে তৃণমূল কংগ্রেস। বেশ কয়েকটি জেলায় এই অনুষ্ঠান হবে।জানা গিয়েছে, ওই বিজয়া সম্মিলনীতে দলের পুরনো কর্মীদের যেমন সম্মান জানানো হবে, একইসঙ্গে নতুন যোগদানও ঘটতে পারে এই অনুষ্ঠানগুলিতে। এখনও পর্যন্ত যা খবর, বীরভূম, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ কলকাতায় বিজয়া সম্মিলনী আয়োজন করা হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, বীরভূমের অনুষ্ঠান ঘিরে। বীরভূমে অনুব্রত মণ্ডলের কর্মসূচী নিয়ে আগ্রহ আছে দলের অন্দরেই।সূত্রের খবর, এখনও পর্যন্ত যা জানা গিয়েছে আগামী দুর্গোৎসবের শেষে বিজয়া সম্মিলনীতে এবার দলীয় মনোবল ও উতসাহ বাড়াতে আরও উদ্যোগী শাসকদল।

প্রত্যেক অঞ্চলেই এবার বিজয়া সম্মিলনী উদযাপন করে দলের পুরনো কর্মীদের সংবর্ধনা দেবে তৃণমূল। প্রত্যেক পুরসভায় তৃণমূলের জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছে দল। বলা হয়েছে, দশমীর পর ১৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে নিজ নিজ ওয়ার্ডে বিজয়া সম্মিলনীর আয়োজন করে দলের পুরনো কর্মীদের প্রাধান্য দিতে হবে।এক্ষেত্রে তালিকায় বিশেষ করে তাঁদের বাছা হবে, যাঁরা প্রথমদিন থেকে দলের (TMC) সঙ্গে আছেন, বিপদে-আপদে দলের হয়ে ঝাঁপিয়ে পড়েছেন। ন্যূনতম ৫-১০ জন পুরনো, একনিষ্ঠ কর্মীদের সংবর্ধনা দেবেন প্রত্যেক পুর এলাকার পুর-প্রতিনিধিরা। এছাড়াও লোকসভা নির্বাচনে যাঁরা ভাল কাজ করেছেন, তাঁদেরও অনুষ্ঠানে সম্মানিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *