নিউজ ডেস্ক ::দেশের অগ্রণী শিল্পপতিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়ার ভাবনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। গতকাল ৮ম আন্তর্জাতিক যোগাযোগ ইউনিয়ন- আই টি ইউ এবং ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি ২০২৪ এর সম্মেলনে,টেলিকম নেতৃত্ব সরকারের সংস্কার,উদ্ভাবন এবং সহযোগিতার দৃষ্টিভঙ্গিকে সমর্থন জানান।
জিও-ইনফোকমের আকাশ আম্বানি,ভারতী-এয়ারটেলের সভাপতি সুনীল ভারতী মিত্তাল,আদিত্য বিড়লা গ্রুপের কর্ণধার কুমার মঙ্গলম বিড়লা, ইন্টারন্যাশনাল টেলি কমিউনিকেশন ইউনিয়নের মহাসচিব ডোরিন বোগদান মার্টিন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া ভাবনার উদ্যোগকে স্বাগত জানান।