নিউজ ডেস্ক ::উপ-নির্বাচনের দিন ঘোষণার পর আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ভোট প্রস্তুতি নিয়ে তৎপর আলিপুরদুয়ার জেলা প্রশাসন ৷ আগামী ১৩ ই নভেম্বর রাজ্যের ৬ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব রয়েছে। যার মধ্যে তালডাংগরা, সিতাই, নৈহাটি, মেদিনীপুর, হাড়োয়া ও আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা রয়েছে।এই আসন গুলোতে ভোট হবে ১৩ই নভেম্বর ৷ ভোটের ফল প্রকাশিত ২৩ শে নভেম্বর । বুধবার সন্ধ্যায় জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যাতে সর্বদলীয় বৈঠক সারেন জেলাশাসক আর বিমলা,পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সহ সাংসদ মনোজ টিগ্গা সহ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জিত ধর সহ একঝাঁক রাজনৈতিক দলের প্রমুখ ।এদিন সাংবাদিক বৈঠকে জেলাশাসক আর বিমলা ভোট গ্রহণের পর্বের সমস্ত বিষয় তুলে ধরেন।সব মিলিয়ে এই উপনির্বাচনকে কেন্দ্র করে যথেষ্টই তৎপরতা শুরু হয়ে গিয়েছে জেলা প্রশাসনের অন্দরে।