নিউজ ডেস্ক ::কেন্দ্রীয় সরকার আরো ৩ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা ঘোষণা করায় কেন্দ্রের সঙ্গে রাজ্যের DA র ফারাক ৩৯ শতাংশ হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন রাজ্য কোঅর্ডিনেশান কমিটি এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার কর্মচারীদের দীর্ঘদিন ধরে যে আর্থিক বঞ্চনা করে আসছে তার বিরুদ্ধে কোঅর্ডিনেশান কমিটি লড়াই সংগ্রাম করে আসছে। এখন বিভিন্ন দপ্তরে যে থ্রেট কালচার চলছে তার বিরুদ্ধে এই সংগ্রাম চলবে।
কেন্দ্রীয় সরকার আরো ৩ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা ঘোষণা করায় রাজ্য সরকারি কর্মচারীদের তরফে সংগ্রামী যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, DA নিয়ে এ রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ পথে নামবে।