বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে বিজয়া সম্মিলনী শুরু করছে তৃণমূল কংগ্রেস

নিউজ ডেস্ক ::বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে বিজয়া সম্মিলনী শুরু করছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বুধবার দলের তরফে দেওয়া সূচি অনুযায়ী কলকাতা থেকে জেলা, সর্বত্র শুরু হচ্ছে বিজয়া সম্মিলনী। প্রথম দিন কলকাতা-সহ ৭টি জেলায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হবে। তালিকা অনুযায়ী বীরভূমের মুরারই ১ ও ২ হবে এই অনুষ্ঠান। এছাড়াও পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ, পূর্ব বর্ধমানের কালনা ১, উত্তর ২৪ পরগনার বারাকপুর, টিটাগড় ও মিনাখাঁ ১, দক্ষিণ কলকাতার ১৩২ ও ১৪২ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনী পালিত হবে। প্রতিটি অনুষ্ঠানের দায়িত্বে থাকছেন একজন করে স্থানীয় নেতৃত্ব।

এই বিজয়া সম্মিলনী নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, পুজো, উৎসব, উৎসব-অর্থনীতির মরশুমে তৃণমূলের কর্মী, সদস্য, সংগঠক, জনপ্রতিনিধি-সহ গোটা পরিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বিজয়া সম্মিলনী পালন করবে। নিবিড় জনসংযোগই এই বিজয়া সম্মিলনীর অন্যতম লক্ষ্য। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও ভাল কাজগুলিকে মানুষের কাছে তুলে ধরা হবে। পাশাপাশি মানুষের যদি কোনও প্রস্তাব থাকে সে-সবও শোনা হবে। বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে যে কুৎসা ও চক্রান্ত শুরু করেছে সঠিক তথ্য তুলে ধরে দলীয় কর্মীরা তারও জবাব দেবেন। সেই সঙ্গে বাস্তব পরিস্থিতিটাও তুলে ধরা হবে। ওই সমস্ত বিষয়ে সিপিএম আমলে কী হয়েছিল, বিজেপি শাসিত রাজ্যে কী হচ্ছে, সে-সবও তথ্য সহকারে মানুষকে বোঝানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *