নিউজ ডেস্ক ::বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বেলেঘাটার (Beleghata) ক্যানাল ইস্ট রোডে পরিত্যক্ত একটি কারখানায় আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিপদ বুঝে খবর দেওয়া হয় দমকলে। প্রথমে কারখানার ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আপাতত ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এমনিতেই জায়গাটি ঘিঞ্জি এলাকার মধ্যে,তারপর এভাবে পরিত্যক্ত কারখানায় আগুন লাগায় রীতিমত আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
প্রাথমিকভাবে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পরে আরও তিনটি ইঞ্জিন পৌঁছয় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। দমকলের তরফে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কারখানার ভেতরে মজুত কোনও রাসায়নিক থেকে আগুন লেগেছে। জানা গিয়েছে তিনটি ট্যাঙ্কারে আগুন ধরে যায়। সরু জায়গা বলে আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমত বেগ পেতে হচ্ছে দমকলকে। আগুন নেভানোর জন্য ফোম ব্যবহার করা হয়েছে। সূত্রের খবর, ওই কারখানাটি প্রায় ৬ বছর আগে বন্ধ হয়ে যায়। তবে জনবসতি এলাকায় এভাবে ভোরবেলা অগ্নিকাণ্ড বেশ আতঙ্কজনক।