নিউজ ডেস্ক ::রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাজ্য নির্বাচন দপ্তরের শীর্ষ কর্তারা আজ দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট জেলাগুলির জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি নিয়ে এক দফা বৈঠক করেন। সেখানে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ৬ কেন্দ্রের একশ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক কেন্দ্রের জন্য গড়ে কুড়ি কোম্পানি করে বাহিনী মোতায়েনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। এজন্য চলতি সপ্তাহ থেকেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম পর্যায়ে শতাধিক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হতে পারে। গত লোকসভা নির্বাচনের পর আসন্ন উপ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।পাশাপাশি প্রত্যেকটি বুথেই থাকবে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা।
উল্লেখ্য আগামী ১৩ ই নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই আসন গুলি হল উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি, মেদিনীপুর, বাঁকুড়া জেলার তালড্যাংরা, কোচবিহারের সিতাই এবং আলিপুরদুয়ার জেলার মাদারিহাট।
