আগামী শনিবার জুনিয়র ডাক্তারদের সুবৃহৎ প্রতিবাদ মিছিল – সোদপুর থেকে ধর্মতলা

নিউজ ডেস্ক ::জুনিয়র ডাক্তারদের ‘দ্রোহ কার্নিভাল’ ব্যাপক সাফল্য পাবার পরে তাঁরা আন্দোলকে আরও তীব্র করে তুলতে চাইছেন। আর সেই কারণেই আগামীকাল (শনিবার ) তাঁরা ডাক দিয়েছে প্রায় ২০ কিমি প্রতিবাদ মিছিল। সমস্ত নাগরিকের কাছে সেই মিছিলে যোগ দেবার আবেদন জানানো হয়েছে। ১০ দফা দাবি নিয়ে ধর্মতলার অনশন মঞ্চ থেকে সরব জুনিয়র ডাক্তাররা। আরজি করে তরুণী চিকিত্‍সকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে এবং সুবিচারের আশায় বিগত ১৩ দিন ধরে ‘আমরণ অনশন’ চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আজ, বৃহস্পতিবার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে প্রেস কনফারেন্স জানানো হয়, ২৮৬ ঘণ্টা আমরণ অনশন চলছে।এখন পর্যন্ত কলকাতার ৪ জন ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ২ জন হাসপাতালে ভর্তি।তাঁদের মধ্যে অনিকেত মাহাতো ছাড়া পেয়েছেন। এদিকে ওই বিষয় নিয়েই মুখ্যমন্ত্রী নবান্নে শুক্রবার জরুরী আলোচনা সভা ডেকেছেন।

বৃহস্পতিবার তাঁরা সাংবাদিকদের জানান,‘ন্যাশনাল টাস্ক ফোর্স যেখানে যেখানে সিসিটিভি বসানোর কথা বলেছেন, আদৌ তা হয়নি। আমরা আজকে সর্বত্র ঘুড়েছিলাম আমরা যা ছবি দেখেছি তা অত্যন্ত হতাশাজনক। আদৌ ওয়াশ রুমের কাজ হয়নি। কলেজ লেভেল টাস্ক ফোর্সে ছাত্র, জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি না থাকলে কোনও কিছু বাস্তবায়িত হবে না।’ তাঁরা আরও বলেন, ‘মেদিনীপুর মেডিক‍্যাল কলেজে ৮৬৯টি সিসিটিভি বসানোর প্রস্তাব দেওয়া হয় স্বাস্থ্য ভবন ৩৬০টি বসানোর কথা বলে। দেখা যাচ্ছে, ৩১৯টি সিসিটিভি বসানো হয়েছে।এটা চরম মিথ্যাচারিতা। এগুলো ৪৫ দিনের জন্য সাময়িক বসানো হয়েছে এটা কেন জানানো হয়নি।’ তারই প্রতিবাদে শনিবার তাঁর সোদপুর থেকে ধর্মতলা আনশন মঞ্চ পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *