আজকের আবহাওয়া

নিউজ ডেস্ক ::গত দু’দিনের মতো সকাল থেকেই আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। সকালের দিকে হেমন্তের একটা ঠান্ডা বাতাস বইছে। ইতিমধ্যে হেমন্তের বার্তা বাহক ছাতিম ফুল গন্ধ ছাড়ানো শুরু করেছে। এই অবস্থায় সামনে আসলো আজকের আবহাওয়ার খবর।

আজ , শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। কোথাও মেঘলা আকাশ কোথাও বা আংশিক মেঘলা আকাশ। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। আজ, শনিবার থেকেই শুষ্ক আবহাওয়া বাড়বে। বাতাসে জলীয়বাষ্প এবং বৃষ্টির সম্ভাবনা কমবে। মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া রাজ্যে। জোড়া নিম্নচাপের আশঙ্কা! কালীপুজোর আগেই একের পর এক নিম্নচাপ। আরব সাগর থেকে বঙ্গোপসাগর কাঁপাবে নিম্নচাপ। বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা বলছে বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল। যদিও ভারতের মৌসম ভবন এখনও পর্যন্ত গভীর নিম্নচাপ হওয়ার পূর্বাভাস দিয়েছে। নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার বেলার দিক থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বেশি প্রভাব পড়বে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলা গুলিতে। রবিবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মঙ্গলবার সেই সিস্টেম নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে এসে। বৃহস্পতিবার মধ্য বঙ্গোপসাগরেই অতি গভীর নিম্নচাপে পরিণত।মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দফতরের। মঙ্গল ও বুধবার মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া। আরও কয়েকদিন এমন আবহাওয়া থাকবে বলেই জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *