নিউজ ডেস্ক ::জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের বৈঠক ছিল কলকাতা মেডিকেল কলেজে। সেই বৈঠক শেষ হওয়ার পর একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করা হয়, আগামীকাল ন্যায় যাত্রা সোদপুর নির্যাতিতার বাড়ির সামনে থেকে অনশন মঞ্চ পর্যন্ত। সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়। আগামী রবিবার মহাসমাবেশের ডাক ধর্মতলা অনশন মঞ্চে।
এই সময়ের মধ্যে রাজ্য সরকার যদি তাদের ১০ দফা দাবি সেটা না মানে তাহলে আগামী সোমবার সমস্ত হাসপাতাল গুলিতে অবস্থান বিক্ষোভ চলবে ও আগামী মঙ্গলবার রাজ্য জুড়ে স্বাস্থ্য ধর্মঘটের ডাক সরকারি ও বেসরকারি হসপিটাল গুলিতে এবং হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রীকে বলা হয় যদি ধর্মঘটের সময় কিছু হয় তার জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী দায়ী থাকবে। পরিষ্কার জানিয়ে দিলেন সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তার ফোরামস।
