আজ ধর্মতলায় ‘চিৎকার সমাবেশ’

নিউজ ডেস্ক ::আজ রবিবার ‘ চিৎকার সমাবেশ’ কর্মসূচির ডাক দিলেন জুনিয়ররা। তাঁদের দাবি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে৷ পাশাপাশি সাধারণ মানুষরাও এই আন্দোলনে সামিল হবেন। এই বার্তা দেওয়া হচ্ছে।

জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কোন পথে যাবে? তাই নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব গতকাল অনশন মঞ্চে পৌঁছে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আন্দোলনকারীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। আগামী কাল নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করবেন।

কিন্তু এত কিছুর পরেও প্রশ্ন থেকেই যাচ্ছে। আন্দোলনকারীরা কি মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দেবেন? তারা কি অনশন আন্দোলন তুলে নেবেন? সিনিয়র চিকিৎসকরাও এই বিষয়ে চর্চা করছেন। এই পরিস্থিতিতে রবিবার নতুন কর্মসূচির ডাক দেওয়া হল। আজ সাধারণ মানুষদের অনশন মঞ্চের কাছে ধর্মতলায় সমবেত হতে আহবান করা হয়েছে। এদিন ‘চিৎকার সমাবেশ’ নাম দেওয়া হয়েছে।

জুনিয়র ডাক্তারদের বক্তব্য, দাবিদাওয়া চিৎকারের মাধ্যমে তুলে ধরা হবে। আজ বিকেল চারটে থেকে এই সমাবেশ শুরু হবে। সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসকরাও সমবেত হবেন এই কর্মসূচিতে। জুনিয়র চিকিৎসকরা কি এদিন কোনও বার্তা দেবেন? আগামী কাল বৈঠক সম্পর্কে কি কোনও বক্তব্য রাখা হবে? সেই প্রশ্ন জোরালো হচ্ছে।

গতকাল সোদপুর থেকে প্রতিবাদ মিছিল বেরিয়েছিল রাজপথে। বিকেলে শুরু হওয়া মিছিল রাতে ধর্মতলা গিয়ে পৌঁছয়। দীর্ঘ আট ঘণ্টা ধরে এই মিছিল চলেছিল রাজপথের উপরে। বহু মানুষ সমবেত হয়েছিলেন এই মিছিলে। ফলে চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে জনসমর্থন থাকছে। এই কথা মনে করছে ওয়াকিবহাল মহল৷ এবার কোন পথে আন্দোলন হবে? সেই প্রশ্ন থাকছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *