জুনিয়র চিকিৎসকদের শরীর ক্রমশ দুর্বল হচ্ছে

নিউজ ডেস্ক ::অনশন চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সোমবার নবান্নে বৈঠক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন অনশন কর্মসূচি থেকে সরে আসুক জুনিয়র চিকিৎসকরা। কিন্তু তাঁরা পরিষ্কার জানাচ্ছেন, আন্দোলন চলবে। দাবি মানা না পর্যন্ত আন্দোলন চলবে।

রবিবার সকালেও দেখা যায় ধর্মতলার অনশন মঞ্চের সামনে সামান্য জটলা। জুনিয়র চিকিৎসকরা এখনও অনশন চালিয়ে যাচ্ছেন। ৩৩০ ঘন্টা সময় অনশন পেরিয়ে গিয়েছে আগেই। আরও কতদিন এই কর্মসূচি চলে? সেই বিষয়ে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠছে। জুনিয়র চিকিৎসকরা তাঁদের দাবিতে অনড় রয়েছেন। কোনওভাবেই আন্দোলন বন্ধ করা যাবে না।

অনশন আন্দোলন রবিবার ১৬ দিনে পড়ল। জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ক্রমশ ভাঙছে। কেবল জল খেয়ে কাটাচ্ছেন অনশনকারীরা। শরীরে খনিজ লবনের ঘাটতি দেখা দিচ্ছে। পাশাপাশি রক্তচাপ ওঠানামা করছে অনশনকারীদের। কিন্তু কোনওভাবেই তাঁরা এই অনশন কর্মসূচি থেকে সরে আসবেন না। এই কথাও পরিষ্কার করেছেন আন্দোলনকারীরা।

রবিবার সকালেও দেখা গেল অনশন মঞ্চের কাছেই জুনিয়র চিকিৎসকরা রয়েছেন। আন্দোলনকারীরা শুয়ে রয়েছেন মঞ্চে। প্রতিটি মঞ্চেও চলছে অনশন কর্মসূচি। অন্যান্য সাধারণ মানুষেরাও একে একে উপস্থিত হতে শুরু করেছেন ধর্মতলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চাইছেন অনশন আন্দোলন প্রত্যাহার করুক জুনিয়র চিকিৎসকরা। কিন্তু কোনওভাবেই সেই দাবি মানছেন না আন্দোলনকারীরা।

কলকাতা ও উত্তরবঙ্গে এই অনশন আন্দোলন কর্মসূচি চলছে। নতুন করে কোনও জুনিয়র চিকিৎসককে হাসপাতালে ভর্তি করানো হয়নি। তবে প্রত্যেক আন্দোলনকারীর স্বাস্থ্যের অবনতি হয়েছে। সিনিয়র চিকিৎসকরা প্রতিদিন তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। মঙ্গলবার থেকে স্বাস্থ্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আন্দোলন কতটা জোরালো করা যায়? সেই প্রশ্ন থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *