নিউজ ডেস্ক ::দীর্ঘদিন ধরে জলমগ্ন স্বরূপনগরের বিস্তীর্ণ এলাকা। স্বরুপনগর গাইঘাটা বাদুড়িয়ার তিনটি ব্লকের লক্ষ লক্ষ মানুষ জলবন্দী।সাধারণ মানুষের দাবি যমুনা নদীর জলে বাঁধ থাকার কারণে ইছামতিতে জল সরতে পাচ্ছেনা,তার কারণেই আজ গাইঘাটা স্বরূপনগর বাদুড়িয়ার কয়েক হাজার মানুষ একজোট হয়ে নিজেদের উদ্যোগে যমুনা নদী এবং পদ্মা নদীর বাঁধ কেটে ইছামতিতে জল ফেলার কাজ শুরু করেছেন।সাধারণ মানুষের দাবি এই বাধ কেটে দিলে স্বরুপনগর বাদুড়িয়া এবং গাইঘাটার বিস্তীর্ণ এলাকার মানুষ জলপ্লাবন থেকে রক্ষা পাবে।