নিউজ ডেস্ক ::সাধারণভাবে প্রথমে প্রার্থীর নাম ঘোষণা করে শাসক দল। যতদূর খবর, আগামী সোমবার তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। আর তার আগেই বিজেপি সূত্রে ৬ জন প্রার্থীর নাম প্রকাশ্যে চলে এলো। আগামী ১৩ নভেম্বর ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। সেই তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়েই এই ভোট হতে চলেছে। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণার পরপরই এবার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।
গেরুয়া শিবির সূত্রে খবর-
- সিতাই কেন্দ্রে প্রার্থী দীপক কুমার রায়।
- মাদারিহাট কেন্দ্রে প্রার্থী রাহুল লোহার।
- নৈহাটি কেন্দ্রে প্রার্থী রূপক মিত্র।
- হাড়োয়া কেন্দ্র প্রার্থী বিমল দাস।
- মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী শুভজিৎ রায়।
- তালডাংরায় লড়াই করবেন অনন্যা রায় চক্রবর্তী।
প্রসঙ্গত ২১এর নির্বাচনে মাদারিহাট ছাড়া সব ক’টি আসন ছিল তৃণমূলের হাতে।