মুখ্যমন্ত্রীর শর্ত মেনে নবান্নে বৈঠকে যাবেন জুনিয়র চিকিৎসকরা?�

নিউজ ডেস্ক ::জুনিয়র চিকিৎসকদের সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক কি হবে? সেই প্রশ্ন এখন জোরালো হচ্ছে। এর আগের বৈঠকগুলির সময় জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে একাধিক শর্ত দেওয়া হয়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক শর্ত দিয়েছেন। সেই শর্ত কি মেনে নেবেন আন্দোলনকারীরা?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আন্দোলনকারীরা অনশন প্রত্যাহার করুক। নবান্নে সোমবার বৈঠকের জন্য আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী। তবে সেই বৈঠকে যোগ দিতে হলে অনশন প্রত্যাহার করতে হবে। এই কথাও মুখ্যমন্ত্রীর তরফ থেকে আবেদন হিসেবে রাখা হয়েছে। এছাড়াও একাধিক বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। সেগুলি আন্দোলনকারীরা শর্ত হিসেবেই মনে করছেন।

আন্দোলনকারীরা কিছুতেই অনশন কর্মসূচি থেকে সরে আসবেন না। দাবিপূরণ না হওয়া পর্যন্ত অনশন আন্দোলন চলবে। সেই কথা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক কীভাবে সম্ভব? সেই প্রশ্ন থাকছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মোবাইল ফোন মারফত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ও মুখ্যসচিব মনোজ পন্থ পৌঁছে গিয়েছিলেন অনশন আন্দোলনের মঞ্চে। তাঁরাও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু আন্দোলনকারীদের টলানো সম্ভব হয়নি সেই আলোচনায়। মুখ্যমন্ত্রীও মোবাইল ফোনে ১৮ মিনিট কথা বলেছিলেন।

নবান্নে বৈঠক কীভাবে হবে? সেই নিয়ে প্রশ্ন থাকছেই। কারণ, মুখ্যমন্ত্রী এবার নিজে কয়েকটি বক্তব্য রেখেছেন। নবান্নে আগামী কাল সোমবার ঠিক পাঁচটায় সময় দেওয়া হয়েছে। পাঁচটাতেই বৈঠক শুরু হবে। পাঁচটার মধ্যেই আন্দোলনকারীদের পৌঁছাতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। ঘন্টার পর ঘন্টা সময় যাতে নষ্ট না করা হয়। সেই কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এবার সময় সম্পর্কে নির্দিষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুধু তাই নয়, কত জন আন্দোলনকারী আলোচনায় যোগ দেবেন? তাই নিয়ে অতীতে নবান্নের সঙ্গে দড়ি টানাটানি হয়েছে। সেক্ষেত্রে আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় ছিলেন। সোমবার মাত্র ১০ জন প্রতিনিধিকে নবান্নে আসার কথা বলা হয়েছে। কেবল ১০ জনকেই এবার মান্যতা দেওয়া হবে। তাদের সঙ্গেই সরকারি ভাবে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী ও অন্যান্য আধিকারিকরা।

শুধু তাই নয়, নির্দিষ্ট সময় পর্যন্ত বৈঠক হবে। শোনা গিয়েছে, ৪৫ মিনিট বৈঠকের জন্য নির্ধারিত হচ্ছে। তার বেশি সময় মুখ্যমন্ত্রী দেবেন না। আর গুরুত্বপূর্ণ বিষয়, অনশন আন্দোলন তুলে নেওয়ার কথা বারবার মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন।

জুনিয়র চিকিৎসকরা ১০ দফা দাবিতে আন্দোলন করছেন। রাজ্য সরকার দাবি মেনে নিক। এমনটাই চাইছেন তাঁরা। কিন্তু রাজ্য সরকারের দেওয়া শর্ত কি মেনে নেবেন আন্দোলনকারী? শর্ত মেনে নবান্নে বৈঠকে উপস্থিত হবেন প্রতিনিধি দলের সদস্যরা? এই প্রশ্ন উঠছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *