জুনিয়র ডাক্তারদের সোশ্যাল মিডিয়ায় হুমকি কুনাল ঘোষের

নিউজ ডেস্ক ::জুনিয়র ডাক্তারদের আন্দোলন এখন হয়ে উঠেছে মধ্যবিত্ত বাঙালির আন্দোলন। আর তাতেই সন্ত্রস্ত শাসক দল। শাসক দলের হয়ে মাঠে নেমে পরেছেন কুনাল ঘোষ সহ একাধিক নেতা। কথা আছে, সোমবার বিকেলে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হবে। সরকারের তরফ থেকে বলা হয়েছিল অনশন প্রত্যাহার করে বৈঠকে বসতে। কিন্তু জুনিয়র ডাক্তারেরা অনশন প্রত্যাহার না করার সিদ্ধান্তে অটল। এই পরিস্থিতিতেই তারা বিকেলে নবান্নে যাবেন।

এবার আবার মাঠে নেমে পরেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি টার্গেট করেছেন মূলত দুজন ছাত্র নেতাকে – দেবাশিস হালদার এবং অনিকেত মাহাতোকে। তিনি লিখেছেন, ‘যদি মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক পরিকল্পিতভাবে অন্যায্য জেদে ভেস্তে দিয়ে মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটের নামে বিশৃঙ্খলার চেষ্টা হয়, তাহলে বাংলার কোনও রোগীর কোনো ক্ষতি হলে নিকটবর্তী থানায় ডাঃ দেবাশিস হালদার ও ডাঃ অনিকেত মাহাতোর নামে যেন এফআইআর হয়। তাঁরাই চক্রান্তের মাতব্বর। তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও চিকিৎসকের নাম যোগ করবেন। চিকিৎসা আপনার মৌলিক অধিকার। প্ররোচনা দিয়ে তা থেকে বঞ্চিত কার আইনত অপরাধ।’ স্বাভাবিক কারণেই কুনাল ঘোষের এই মন্তব্যে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তারা। এদিকে কুণালের এই পোস্টের জবাবে কিঞ্জল নন্দ পালটা পোস্ট দেন ফেসবুকে। সেখানে তিনি লেখেন, ‘সিদ্ধান্ত শুধু অনিকেত বা দেবাশিস হালদার নেয়নি,সিদ্ধান্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট নিয়েছে।’ তিনি আরও লেখেন, এইভাবে ব্যক্তিগত আক্রমন করে আন্দোলন বন্ধ করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *