নিউজ ডেস্ক ::আর জি কর কাণ্ডে ধর্ষকেরা যে বিন্দুমাত্র ভীত না তা আবার প্রমাণ করলো দেগঙ্গার এক গুণধর শ্বশুর। বিয়ে হয়েছে মাত্র সাত দিন আগে। তার মধ্যেই শ্বশুরের বিরুদ্ধে এমন অভিযোগে হতবাক তরুণীর পরিবার। জানা গিয়েছে, বাড়ি থেকে দেখাশোনা করেই বিয়ে হয়েছিল ওই তরুণীর। অভিযোগ, বিয়ের ঠিক দু’দিন পর থেকেই তরুণীর ওপর অত্যাচার শুরু করেন শ্বশুর। তাঁর ইচ্ছার বিরুদ্ধে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে। প্রতিবাদ জানালে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও দাবি অভিযোগকারিণীর। আশ্চর্যের বিষয় হলো সব জেনেও তার স্বামী নির্বিকার। কিন্তু প্রতিবাদ জানিয়ে থানায় উপস্থিত হয়েছে নববধূ। ব্যাস, সমস্তটা প্রকাশ্যে চলে এসেছে।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ঘটনা। গুণধর শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে আজ সোমবার বারাসত আদালতে তোলা হবে। আদালতে নেওয়া হবে নির্যাতিতার গোপন জবানবন্দি। এদিকে, অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত ব্যক্তি। থানায় নিয়ে যাওয়ার সময় তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কিছু করিনি।’ মুখে শ্বশুর যাই বলুন না কেন, তার শরীরী ভাষা বলে দিচ্ছে যে তিনি অপরাধী। তরুণী বলছেন, ‘স্বামী কিছুই বলেনি। তারপর আমি অভিযোগ দায়ের করেছি। আমি বিচার চাই।’