নিউজ ডেস্ক ::তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত শনিবার থেকে জেলার বিভিন্ন সাংগঠনিক ব্লকে বিজয়া সম্মীলনী শুরু হয়েছে।আর রবিবার সন্ধ্যায় ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয় আদিবাসী চর্চা কেন্দ্রের ময়দানে। সেই মঞ্চেই তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বোন মেরিনা কুজুর। উল্লেখ্য মেরিনা কুজুর একসময় বিজেপির পঞ্চায়েত সদস্যা ছিলেন এবং বর্তমানে তিনি এসটি মোর্চার জেলা সভানেত্রীর পদে রয়েছেন।আর তাই তার তৃণমূল কংগ্রেসের যোগদানে ডুয়ার্সের চা বলয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি হবে বলে আশাবাদী তৃণমূল।তৃণমূলে যোগ দিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বোন মেরিনা কুজুর জানিয়েছেন, বিজেপিতে থেকে উন্নয়ন করা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগদান করেছি।
এদিকে এদিনের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর সহ অনেকে।