পাকিস্তানী জঙ্গিগোষ্ঠীর মদতে ফের উত্তপ্ত কাশ্মীর

নিউজ ডেস্ক ::কাশ্মীরে আবার আগুন জ্বালানোর জন্য সচেষ্ট একাধিক পাকিস্তানী জঙ্গিগোষ্ঠী। জম্মু ও কাশ্মীরের গান্ডেরবালে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে এক চিকিৎসক ও ৬ পরিযায়ী শ্রমিকের। ঘটনার দায় স্বীকার করল পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) (TRF)। সূত্রের খবর, পাকিস্তানের টিআরএফ সংগঠনের প্রধান শেখ সজ্জাদ গুল এই হামলার মাস্টারমাইন্ড।
গত দেড় বছরে কাশ্মীরী পণ্ডিত, শিখ ও উপত্যকায় বাইরে থেকে কাজ করতে আসা বহু শ্রমিক হত্যায় যুক্ত টিআরএফ। প্রসঙ্গত, গান্ডেরবাল জেলায় জঙ্গিদের গুলিতে নিহত হন এক চিকিৎসক ও ৬ পরিযায়ী শ্রমিক। রবিবার নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ পথের কাছে পরিযায়ী শ্রমিকদের উপর হামলায় চালায় জঙ্গিরা। ঘটনায় আরও কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে। বিধানসভা ভোট মেটার পরই ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভূস্বর্গ। একদিকে পাকিস্তান ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের কথা বলেছে, অন্যদিকে তাদের জঙ্গিগোষ্ঠী ভারতে আগুন জ্বালানোর চেষ্টা করে চলেছে।

স্বাভাবিক কারণেই ভারত এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। বিধানসভা ভোট মেটার পরই ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভূস্বর্গ। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। হামলার পিছনে উঠে আসছে বিস্ফোরক তথ্য। তদন্তকারীদের দাবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনমার্গ- গান্ডেরবাল সুড়ঙ্গ নির্মাণ বন্ধ করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। কারণ, এই সুড়ঙ্গ তৈরি হয়ে গেলে, সারা বছর কাশ্মীরের সঙ্গে কার্গিলের যোগাযোগ রাখা যাবে। আর তাতেই প্রচন্ড ক্ষুব্ধ ভারত। তারা এর সঠিক উত্তর দেবে বলে জানিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *