ভারত ভার্সেস নিউজিল্যান্ড টেস্ট সিরিজ – শেষ হাসি কি হাসতে চলেছে নিউজিল্যান্ড?

নিউজ ডেস্ক ::আপাতত অংকের হিসাবে নিউজিল্যান্ড কিন্তু অনেকটা এগিয়ে। বেঙ্গালুরু টেস্ট জিতে তিন টেস্টের সিরিজে আপাতত এগিয়ে নিউজিল্যান্ড। ৩৬ বছর পর এ দেশে কোনও টেস্ট জিতেছে কিউয়িরা। তবে পুণেতেও তাদের নামতে হচ্ছে সেরা ব্যাটারকে বাইরে রেখেই। সমস্যা হয়েছে উইলিয়ামসনের। কুচকিতে ব্যথার কারণে এখনো
উইলিয়ামসনের অনিশ্চিত। কিন্তু তাকে ছাড়া কতটা সাফল্য পাবে নিউজিল্যান্ড? সন্দীগ্ধ অনেকেই।

গত মাসে শ্রীলঙ্কা সফরে তাঁর চোট লেগেছিল। সে কারণে নিউজিল্যান্ড দলের সঙ্গে ভারতেও আসতে পারেননি প্রাক্তন কিউয়ি অধিনায়ক। দেশেই রিহ্যাব চলছে নিউজিল্যান্ডকে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জেতানো ক্যাপ্টেন উইলিয়ামসনের। উইলিয়ামসনের জায়গায় বেঙ্গালুরু টেস্টে তিনে উইল ইয়ংকে খেলায় নিউজিল্যান্ড। তিনি প্রথম ইনিংসে ৩৩ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪৮ রান করেছিলেন। 
ইতিমধ্যেই নিউজিল্যান্ড দল পৌঁছে গিয়েছে পুণেতে। আজ থেকে কিউয়িরা প্র্যাকটিসে নামবে। নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিড বলেছেন, কেনের ফিটনেস মনিটর করা হচ্ছে নিয়মিত। তিনি সঠিক দিশাতেই এগিয়ে চলেছেন, তবে ১০০ শতাংশ ফিট নন। কয়েক দিনে অবস্থার আরও উন্নতি প্রত্যাশা করা হচ্ছে। আশা করছি, উইলিয়ামসন তৃতীয় টেস্টে খেলতে পারবেন।  কিন্তু শেষ কথা বলবে সময়। উল্লেখ্য, নিউজিল্যান্ড চাইছে ভারতের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিততে। ২০০৩ সালে ভারত সফরে এসে দুই টেস্টের সিরিজ ড্র রেখে ফিরতে পেরেছিল কিউয়িরা। সেবার আমেদাবাদ ও মোহালি টেস্ট ড্র হয়েছিল। এরপর প্রতিবারই এ দেশে এসে টেস্ট সিরিজে হেরেছে নিউজিল্যান্ড। এবার তাদের সামনে একটা বড়ো সুযোগ। কিন্তু তা অনেকটা নির্ভর করছে উইলিয়ামসনের উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *