নিউজ ডেস্ক ::চলেছে মিটিং। কিছু নরম কিছু গরম – সবটা মিলিয়ে এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের মিটিং কিছুটা পজিটিভ বলাই যায়। আগের দিনই মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, স্বাস্থ্য সচিবকে তিনি সরাতে পারবেন না। কারণ তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ নেই। সেই সূত্র ধরেই রবিবার সিনিয়র ডাক্তারদের একটি সংগঠন স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগের প্রমাণ সহ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন। আজকের আলোচনায় স্বাভাবিক কারণেই সেই প্রসঙ্গ ওঠে।
চিকিৎসকদের পক্ষ থেকে স্বাস্থ্য সচিবের প্রসঙ্গ তুলে তাঁর আপসারণ দাবি করা হয়। চিকিৎসক অগ্নিবীণ কুণ্ডু বলেন, “স্বাস্থ্য সচিবের সম্বন্ধে বেশ কিছু অভিযোগ আছে। আপনি কাগজ চেয়েছিলেন। বেশ কিছু কাগজ স্যারের হাত থেকে বেরিয়েছে। সেই কারণে অপসারণের কথা বলেছি।” পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “একটা মানুষের অভিযোগ প্রমাণের আগে তাঁকে অভিযুক্ত বলা যায় না। তুমি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ করতেই পারো।” যদিও এর আগে বহু অভিযুক্তর অভিযোগ প্রমাণ হওয়ার আগেই তাকে অভিযুক্ত বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর সঙ্গে সঙ্গে এনআরএস-এর মেডিক্যাল চিকিৎসক সন্দীপ্তা চক্রবর্তী বলেন, “যার বিরুদ্ধে আমাদের প্রমাণ আছে তাঁকে ব্যাকরণ মেনে অভিযুক্ত বলা যেতেই পারে।” কিন্তু তাতে সায় নেই মুখ্যমন্ত্রীর তিনি আরো প্রমানের অপেক্ষা করছেন। এখন দেখার শেষ পর্যন্ত বিষয়টা কোন দিকে যায়।